দশবিধ ধাম অপরাধ
দশবিধ ধাম অপরাধ
১। শিষ্যের নিকট শ্রীধামের মাহাত্ম্য প্রকাশকারী গুরুদেবকে অপমান বা অসম্মান প্রদর্শন করা।
২। শ্রীধামকে অস্থায়ী বলে মনে করা।
৩। শ্রীধামবাসী অথবা শ্রীধাম যাত্রীগণের কারও প্রতি উৎপীড়ন বা অনিষ্ট করা অথবা তাহাদিগকে সাধারণ জড়লোক বলে মনে করা।
৪. শ্রীধাম বাসকালে জড় কর্ম করা।
৫। বিগ্রহ ও অর্জন ও শ্রীনাম কীর্তনকালে অর্থসংগ্রহ করা ও তারা
৬। শ্রীধামকে বাংলার মতো কোন জড়দেশ বা রাজ্যের অন্তর্ভুক্ত বরে শ্রীধামকে কোন দেবতার সহিত সম্বন্ধযুক্ত স্থানের সমান বলে মনে করা শীধামের সীমা নিরাপণের চেষ্টা করা।
৭। শ্রীধাম বাসকালে পাপকর্ম করা।
৮। বৃন্দাবন ও নবদ্বীপের মধে পার্থক্য নির্দেশ করা।
৯। শ্রীধামের মাহাত্ম্য প্রকাশকারী শাস্ত্রের নিন্দা করা ।
১০। শ্রীধামের মাহাত্ম্যকে কল্পিত মনে করে অবিশ্বাস করা।