Posts

শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মন্ত্র

Image
শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মন্ত্র  ব্রত সঙ্কল্পবিধি মন্ত্রঃ প্রাতরুত্থায় কুব্বীত নিয়মং মনসা স্মরণ । মামেব মদ্দিনে বৎস দন্তধ্বাবনপূর্ব্বকম্ ॥ অনুবাদঃ  ব্রাহ্মমুহূর্তে দন্তধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। (বৃহন্নারসিংহ পুরাণ) ব্রত সঙ্কল্প মন্ত্রঃ শ্রীনৃসিংহ মহাভীম দয়াং কুরু মমোপরি।  অদ্যাহং তে বিধাস্যামি ব্রতং নির্বিঘ্নতাং নয় ॥ অনুবাদঃ  হে নৃসিংহ! হে মহাভীম! আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য ত্বদ ব্রতের অনুষ্ঠান করতেছি, তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন। (বৃহন্নারসিংহ পুরাণ)

কীভাবে ব্রত পালন করবো?

Image
কীভাবে ব্রত পালন করবো?   ১. ব্রতের আগের ও পরের দিন আমিষাহার বর্জন করতে হবে। ২. চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করতে হবে। ৩. সকল প্রকার দ্যুত ক্রিয়া, জোয়া খেলা বর্জন করতে হবে। ৪. অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন করতে হবে। ৫. মঙ্গলআরতি সহ অন্যান্য আরতি করতে হবে। ৬. অধিক হরিনাম জপ করতে হবে। ৭. ভগবানের চরণে তুলসী ও ফুল অর্পণ করতে হবে। ৮. নৃসিংহ স্তব, শতনাম / শহস্রনাম, কবজমন্ত্র পাঠ বা শ্রবণ করতে হবে। ৯. নৃসিংহদেবের লীলা মহিমা শ্রবণ বা পাঠ করতে হবে। ১০. গীতা, ভাগবতম ইত্যাদি গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে হবে। উপবাস বিধিঃ  সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস। যেহেতু গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন সেহেতু গোধূলি লগ্ন বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে। এরপর একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে,পরদিন (১২ মে) সকালে সূর্য উদয়ের পর পারণ করতে হবে।  তবে যদি কেউ সম্পূর্ণ দিন নির্জলা উপবাস করতে চায়, সেটিও করতে পারবেন। যারা শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস থাকতে পারবেন না, তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে ফলমূল খেয়ে ব্রত পালন করতে পারবেন।  সন্ধ্যা বেলায় নৃসিংহদেবের বিশেষ অভিষেক অনুষ...

শ্রী নৃসিংহ লীলা মহিমা

Image
🪷 শ্রী নৃসিংহ লীলা মহিমা🪷   🌺হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন,অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন- হে হিরণ্যকশিপু! তুমি যে বর চেয়েছো, সেটা আমি দিতে পারবো না। কারণ আমি নিজেই অমর না, তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না, তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে, হে শ্রেষ্ঠ বরদাতা! আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে, ঘাটে, দিনের বেলা, রাতের বেলা, ঘরে, বাইরে, জল, ভূমি, বা আকাশে, কোনও পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু! তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের ওপর। তখন ভগবানের লীলা শুরু হল তাঁর শুদ্ধ ভক্তের ম্যাধমে প্রহ্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল, তখন তাঁর পিতা তাঁকে বলত লাগলো,"তোমার ভগবান, কে???" সে বলতেন,আমার ভগবান বিষ্ণু , তখন হিরণ্...

শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নাম

Image
🌺“শ্রীনৃসিংহ অষ্টোত্তরশত নাম” ১) ওঁ নরসিংহায় নমঃ ২) ওঁ মহাসিংহায় নমঃ ৩) ওঁ দিব্যসিংহায় নমঃ ৪) ওঁ মহাবলায় নমঃ ৫) ওঁ উগ্রসিংহ্যায় নমঃ ৬) ওঁ মহাদেবায় নমঃ ৭) ওঁ স্তম্ভজায় নমঃ ৮) ওঁ উগ্রলোচনায় নমঃ ৯) ওঁ রৌদ্রায় নমঃ ১০) ওঁ সর্বাদ্ভুতায় নমঃ ১১) ওঁ শ্রীমতে নমঃ ১২) ওঁ যোগানন্দায় নমঃ ১৩)ওঁ ত্রিবিক্রমায় নমঃ ১৪) ওঁ হরয়ে নমঃ ১৫) ওঁ কোলাহলায় নমঃ ১৬) ওঁ চক্রিনে নমঃ ১৭) ওঁ বিজয়ায় নমঃ ১৮) ওঁ জয়বর্ধনায় নমঃ ১৯) ওঁ মহানন্দায় নমঃ ২০) ওঁ পঞ্চকাননায় নমঃ ২১) ওঁ পরব্রহ্মণে নমঃ ২২) ওঁ অঘোরায় নমঃ ২৩) ওঁ ঘোরবিক্রমায় নমঃ ২৪) ওঁ জ্বলন্মুখায় নমঃ ২৫) ওঁ মহোজ্বলায় নমঃ ২৬) ওঁ জ্বলমালিনে নমঃ ২৭) ওঁ মহাপ্রভবে নমঃ ২৮) ওঁ নীতলাক্ষায় নমঃ ২৯) ওঁ সহস্রাক্ষায় নমঃ ৩০) ওঁ দুর্নিরীক্ষায় নমঃ ৩১) ওঁ প্রতাপনায় নমঃ ৩২) ওঁ মহাদংষ্ট্রায়ুধায় নমঃ ৩৩) ওঁ প্রজ্ঞায় নমঃ ৩৪) ওঁ চন্ডকোপিনে নমঃ ৩৫) ওঁ সদাশিবায় নমঃ ৩৬) ওঁ হিরণ্যকশিপুধ্বংসিনে নমঃ ৩৭) ওঁ দৈত্যদানবভঞ্জনায় নমঃ ৩৮) ওঁ গুণভদ্রায় নমঃ ৩৯) ওঁ মহাভদ্রায় নমঃ ৪০) ওঁ বলভদ্রায় নমঃ ৪১) ওঁ করালায় নমঃ ৪২) ওঁ বিকরালায় নমঃ ৪৩) ওঁ বিকর্তে নমঃ ৪৪) ওঁ সর্বকর্তৃকায় নমঃ ৪৫)ওঁ শিশুমারায় নমঃ ৪৬) ওঁ ত্রি...

সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি

Image
সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধিঃ সন্ধ্যায় স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে তিলক, আচমন করে যেখানে অভিষেক করবেন, একটি উঁচু টেবিলে একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপদ্ম অঙ্কন করে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করবেন।   সেই পাত্রে ভগবান শ্রীনৃসিংদেবের (লক্ষ্মী-নৃসিংহ অথবা প্রহ্লাদ নৃসিংহ) শ্রীবিগ্রহ বা চিত্রপট স্থাপন করতে হবে। এর পূর্বে উচ্চারণ করবেনঃ ইদং আসনং শ্রীনরসিংহায় নমঃ (হস্তমুদ্র)  স্বাগতং সুস্বাগতং শ্রীনরসিংহায় নমঃ (স্বাগতমুদ্রা) এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজিয়ে ভগবানের পাদপ্রক্ষালন করবেন। পাদ্যঃ (গঙ্গাজল, পুষ্প, তুলসীপত্র, দুর্বা, শ্যামা) (ইদং পাদ্যং (মূল মন্ত্র) শ্রীনরসিংহায় নমঃ) অর্ঘ্যঃ (পুষ্প, যব, তিল, দুর্বা, আতপচাল, জল) অর্ঘ্য মন্ত্র বলে, ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ (বিগ্রহের হাতে দিতে হয় যা তাঁর মস্তকে প্রদান করবেন) অর্ঘ্য মন্ত্রঃ নৃসিংহাচ্যুত দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপতে। অনেনার্ঘ্যপ্রদানেন সফলাঃ স্যূর্মনোরথাঃ।  ইদম্ অর্ঘ্যং শ্রীনরসিংহায় নমঃ।

Sri Narasimha Chaturdashi Vrat

Image
 শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত 📕 ভগবান (কৃষ্ণ) তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতার রূপে  আবির্ভূত হন। এবং হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন।  বৈশাখ মাসের শুক্লপক্ষের, চতুর্দশী তিথির গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই একে নৃসিংহ চতুর্দশী বলে। কীভাবে ব্রত পালন করবো?  ১. ব্রতের আগের ও পরের দিন আমিষাহার বর্জন করতে হবে। ২. চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করতে হবে। ৩. সকল প্রকার দ্যুত ক্রিয়া, জোয়া খেলা বর্জন করতে হবে। ৪. অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন করতে হবে। ৫. মঙ্গলআরতি সহ অন্যান্য আরতি করতে হবে। ৬. অধিক হরিনাম জপ করতে হবে। ৭. ভগবানের চরণে তুলসী ও ফুল অর্পণ করতে হবে। ৮. নৃসিংহ স্তব, শতনাম / শহস্রনাম, কবজমন্ত্র পাঠ বা শ্রবণ করতে হবে। ৯. নৃসিংহদেবের লীলা মহিমা শ্রবণ বা পাঠ করতে হবে। ১০. গীতা, ভাগবতম ইত্যাদি গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে হবে। উপবাস বিধিঃ  সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস। যেহেতু গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন সেহেতু গোধূলি লগ্ন বা সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করতে হবে। এরপর একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্...

শ্রীশ্রীদশাবতার- স্তোত্রম্

Image
শ্রীশ্রীদশাবতার- স্তোত্রম্ প্রলয়পয়োধিজলে ধৃতবানসি বেদং  বিহিত-বহিত্রচরিত্রমখেদম্।  কেশব ধৃত-মীনশরীর জয় জগদীশ হরে।।১।।  ক্ষিতিরিহ-বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণিধরণকিণচক্রগরিষ্ঠে।  কেশব ধৃত-কূর্মশরীর জয় জগদীশ হরে।।২।।  বসতি দশন-শিখরে ধরণী তব লগ্না  শশিনি কলঙ্ককলেব নিমগ্না।  কেশব ধৃত-শূকররূপ জয় জগদীশ হরে।। ৩।। তব করকমলবরে নখমদ্ভুতশৃঙ্গং  দলিতহিরণ্যকশিপুতনু-ভূঙ্গম্  কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে।।৪।।  ছলয়সি বিক্রমণে বলিমস্তুতবামন-  পদনখনীরজনিতজন পাবন।  কেশব ধৃত-বামনরূপ জয় জগদীশ হরে।।৫।।  ক্ষত্রিয়রুধিরময়ে জগদপগতপাপং  স্নপয়সি পয়সি শমিত-ভবতাপং।  কেশব ধৃত-ভূগুপতিরূপ জয় জগদীশ হরে।। ৬।।  বিতরসি দিক্ষুরণে দিতিকমনীয়ং  দশমুখমৌলিবলিং রমণীয়ম্।  কেশব ধৃত-রামশরীর জয় জগদীশ হরে।।৭।।  বহসি বপুষি বিশদে বসনং জলদাভং হলহতিভীতিমিলিতযমুনাভম্।  কেশব ধৃত-হলধররূপ জয় জগদীশ হরে।।৮।।  নিন্দসি যজ্ঞবিধেরহহ শ্রুতিজাত  সদয়-হৃদয়দর্শিত-পশুঘাতম্।  কেশব ধৃত-বুদ্ধশরীর জয় জগদীশ হরে।।৯।।  ম্লেচ্ছ-নিবহ-নিধনে ক...