শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মন্ত্র
শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত মন্ত্র ব্রত সঙ্কল্পবিধি মন্ত্রঃ প্রাতরুত্থায় কুব্বীত নিয়মং মনসা স্মরণ । মামেব মদ্দিনে বৎস দন্তধ্বাবনপূর্ব্বকম্ ॥ অনুবাদঃ ব্রাহ্মমুহূর্তে দন্তধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম গ্রহণ করবে। (বৃহন্নারসিংহ পুরাণ) ব্রত সঙ্কল্প মন্ত্রঃ শ্রীনৃসিংহ মহাভীম দয়াং কুরু মমোপরি। অদ্যাহং তে বিধাস্যামি ব্রতং নির্বিঘ্নতাং নয় ॥ অনুবাদঃ হে নৃসিংহ! হে মহাভীম! আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য ত্বদ ব্রতের অনুষ্ঠান করতেছি, তা নির্বিঘ্নে সম্পন্ন করে দিন। (বৃহন্নারসিংহ পুরাণ)